একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে তিনটি ম্যাচ খেলেছিল, যেখানে বাংলাদেশ,‌পাকিস্তান নিউজিল্যান্ডকে দুরমুশ করেছিল ভারতীয় দল।

আরও পড়ুন-একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ

তবে, সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যাঙ্গারু বাহিনী। প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের বিরুদ্ধে ২৬৪ রান বানায় অস্ট্রেলিয়া দল। অজি দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন স্টিভেন স্মিথ (Steven Smith) এবং আলেক্স ক্যারি ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ভারতীয় দল রান তাড়া করতে নেমে প্রথমে দুই উইকেট হারিয়ে ফেলে। ভারতীয় দলের হয়ে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপশি, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৪৫ এবং কেএল রাহুলের ৪২ রানের দৌলতে ভারত ৫ উইকেটে এই ম্যাচ জয়লাভ করে।

Share On....

More Categories:

More Post of Similar category

English