ভারতকে এফ ৩৫ যুদ্ধবিমান, আরও সামরিক সরঞ্জাম দেবে আমেরিকা! মোদীর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি ট্রাম্পের

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে।

ভারতকে পঞ্চম প্রজন্মের এফ ৩৫ স্টেল্‌থ যুদ্ধবিমান দেবে আমেরিকা। শুধু তা-ই নয়, ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হল এফ ৩৫ যুদ্ধবিমান, যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট গত জানুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বড় কিছু পদক্ষেপ করতে চলেছেন তিনি। একই সঙ্গে এটাও জানিয়েছিলেন যে, ভারতকে তাঁর দেশ আরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে প্রস্তুত। বৃহস্পতিবারের বৈঠকে সেই বিষয়টিতে সবুজ সঙ্কেত দিলেন ট্রাম্প। অন্য দিকে, প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষাকে আরও মজবুত করতে আমেরিকা ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ নিতে চলেছে।
দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চার ঘণ্টা ধরে বৈঠক হয়। শুধু এফ ৩৫ যুদ্ধবিমান নয়, ভারতকে ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এ ছাড়াও সি১৩০জে সুপার হারকিউলিস, সি-১৭ গ্লোবমাস্টার থ্রি, পি-৮১ পোসাইডন বিমান, সিএইচ-৪৭এফ চিনুক, এমএইচ-৬০আর সিহকস, এএইচ-৬৪ই অ্যাপাচে, হার্পুন ক্ষেপণাস্ত্র, এম ৭৭৭ হাউয়িৎজ়ার এবং এমকিউ-৯বি মতো সামরিক সরঞ্জাম নিয়েও দু’দেশের মধ্যে কথা হয়েছে।

দু’দিনের সফরে বৃহস্পতিবার সকালে আমেরিকায় পৌঁছন মোদী। প্রথমে দেখা করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ডের সঙ্গে। সন্ত্রাসদমন-সহ প্রতিরক্ষার বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দু’জনের। তার পর আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ় এবং রিপাবলিকান নেতা বিবেক রামস্বামীর সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠকের পর মোদী জানান, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে। তার পরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় মোদীর।

Share On....

More Categories:

More Post of Similar category

English