বিশ্বের ২০টি দূষিত শহরের মধ্যে ১৩টি ভারতের, দিল্লি সবচেয়ে দূষিত রাজধানী

জলবায়ু পরিবর্তন তো আছেই এছাড়া বিভিন্ন কারণে বিশ্বের বেশ কিছু শহরে প্রতিদিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ঢাকাও বায়ুদূষণের কবলে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। ভারতের দিল্লি (Delhi) শহর ২২৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে।

আরও পড়ুন-বিহারে গয়নার শোরুমে ২৫ কোটির ডাকাতি

চীনের রাজধানী বেইজিং ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে , ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, উগান্ডার রাজধানী কামপালা ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এবং পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর যেই শহরের স্কোর ১৭৩। প্রসঙ্গত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেই পরিবেশকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর এমন থাকলে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে বলা হয় এবং অন্যদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা সেই রাজ্যের বাসিন্দাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করে।

Share On....

More Categories:

More Post of Similar category

English