যাদবপুরকাণ্ডে (Jadavpur) প্রথম থেকেই সরব তৃণমূল নেতৃত্ব। এবার তৃণমূল বিধায়ক তথা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এই নিয়ে মুখ খুললেন। ব্যারাকপুরের সাংসদ এদিন বলেন, “আমাদের কর্মীদের উগ্র হতে ২ মিনিট সময় লাগবে।” রাজ চক্রবর্তী বলেন, “আমাদের অনেক কর্মী আছে। তাঁরাও উগ্র হতে পারে। ২ মিনিট সময় লাগে। কিন্তু, তাঁরা জানে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনওই বলবে না যাও বিরোধীদের গিয়ে মেরে আসো।” সিপিএমের বিরুদ্ধে তিনি বলেন, “আজকে যাদবপুরে যেটা ঘটেছে সেটা সিপিএমের সময় হলে আর অন্য দল যদি করতো তাহলে তারা রাজ্যে থাকতে পারতো না। হয়তো খালের ভিতরে থাকতে হতো।”
আরও পড়ুন-নৃশংস! নাইট ড্রেসেই রাস্তায় যুবতী উদ্ধার পাটনায়
যাদবপুর এলাকা থেকেই অরূপ বিশ্বাস এই ঘটনায় বলেছিলেন, “আমরা মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয়। তাঁরা কখনও ছাত্র হতে পারে না। ওরা গুন্ডা। যদি মনে হয় ১ মিনিট সময় লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে।” যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেছিলেন, “শান্ত যাদবপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। ছাব্বিশে পুনরায় খেলা হবে।”