মা, মাটি, মানুষ, মাছ, মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় সবেতেই ফোস্কা পড়ে গেরুয়াবাহিনীর। ফের একবার তারই নিদর্শন উঠে এল। দিল্লিতে (Delhi) এবার এক মন্দিরের কাছে মাছ বিক্রিতে স্থগিতাদেশ দেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। পূর্ব দিল্লির পতপরগঞ্জের বিধায়কের বক্তব্য, ‘মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে।’ স্বাভাবিকভাবেই আর বিধায়কের এমন মন্তব্যে অসন্তুষ্ট বহু মাছ প্রেমী।
আরও পড়ুন-নীল সরস্বতী পুজো উপলক্ষে মানবিক উদ্যোগ
লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সাবধান করে বলেছিলেন ‘ব্যক্তিগত জীবন থেকে খাদ্য সামগ্রী সবকিছুই ঠিক করবে বিজেপি। ‘ এখন সেই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত করছে দিল্লিতে।
কথায় আছে ‘মাছে ভাতে বাঙালি’। আর সেই বাঙালির পাত থেকেই মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি!