উত্তাল বিধানসভা (Bidhansabha)। ধর্মের ভিত্তিতে শুভেন্দুর হুঁশিয়ারিতে সরব তৃণমূল। পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল বচসা, তর্কাতর্কি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই চিৎকার গেরুয়া বিধায়কদের।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢোকার আগেই গোলাম রব্বানিরা শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে সরব হন। সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া নিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তার বিরোধিতায় তাঁরা নিন্দা প্রস্তাব আনেন। এরপরেই বিজেপির বিধায়করা উঠে দাড়িয়ে প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। চিৎকার চেঁচামমেচি শুরু হয়ে যায় বিধানসভার অন্দরে। তারমধ্যেই নিজের বক্তব্য রাখতে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু অবস্থা এমন যে একসময় তাঁকে বক্তব্য থামাতে হয়।
বিজেপির এহেন কাজকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা ধর্মীয় কার্ড খেলেন। সবথেকে বড় ধর্ম মানবিকতা। ধর্মের নামে জালিয়াতি করবেন না। আমি একজন হিন্দু। এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? বাংলাকে অবমাননা করবেন না। বাংলা কে ভাগ করার চেষ্টা করবেন না। আপনারা কেন মুসলমান দের টিকিট দেন না? আমি তো ৭৯ পার্সেন্ট হিন্দুদের টিকিট দিই। মহিলাদের টিকিট দিই। আসলে কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে। রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য। সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন। সর্ব ধর্ম সমন্বয় জিন্দাবাদ।”