বিনিয়োগের ক্ষেত্রে দেশের সেরা তিন রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে বাংলা

এই প্রথম নয়, বহু বছর ধরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা। এবার বৃহৎ শিল্পের ক্ষেত্রেও বাংলা এগিয়ে চলেছে সমানভাবে।
২০২৪-২৫ সালের DPIIT বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বৃহৎ কর্পোরেট শিল্প বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলা শীর্ষ রাজ্যগুলির মধ্যে রয়েছে। বাকি রাজ্যকে পেছনে ফেলে, বাংলা বিনিয়োগের ক্ষেত্রে দেশের সেরা তিন রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে। বাংলার প্রতি শিল্পপতিদের আগ্রহ ক্রমেই বাড়ছে, আর ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এই আগ্রহকে আরও শক্তিশালী করেছে।

বাংলায় এবার বড় বিনিয়োগ করবে Rapido। রাজ্যের পরিবহণ দফতরের সঙ্গে মউ স্বাক্ষর করেছে Rapido। শহর কেন্দ্রিক ইলেকট্রিক যান, নারী সুরক্ষা ও পথ সুরক্ষার ক্ষেত্রে এই বিনিয়োগ হতে চলেছে। জানা গিয়েছে আর্বান ইলেকট্রিক মোবিলিটির উন্নতিতে সরাসরি ১৩০ কোটি বিনিয়োগ করা হবে। গোটা শহর জুড়ে থাকবে Rapido’র ইলেকট্রিক গাড়ি। শুধু কলকাতায় নয়, রাজ্যের অন্য প্রান্তেও এই ধরনের ইলেকট্রিক গাড়ি থাকবে। গোলাপী রঙের কিছু দু চাকা ও চারচাকা গাড়ি থাকবে। এখানে চালক হিসাবে থাকবেন মহিলারা। আগামী তিন বছরে নারীদের স্বাবলম্বী করতে কমপক্ষে ১২ কোটি টাকা খরচ করা হবে।

পথ সুরক্ষাকে উন্নত করতে ৫ কোটি টাকা খরচ করা হবে। চালকের প্রশিক্ষণের বিষয়টিও এর মধ্যে থাকবে। ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করা, হেলমেট বিতরণের মতো কর্মসূচি থাকতে চলেছে।

Share On....

More Categories:

More Post of Similar category

English