সমৃদ্ধ হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো

বাংলায় তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল (ESI hospital)। প্রত্যেকটি হাসপাতাল হবে ১০০ শয্যা বিশিষ্ট। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হবে অত্যাধুনিক এই চারটি হাসপাতাল। রোগীরা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষেবা পাবেন এখানে।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে রাজ্যের কাছে প্রস্তাব এসেছিল। সমস্ত রকমের সাহায্য দেবে রাজ্য। ইএসআই কর্পোরেশন এই চার হাসপাতাল তৈরির জন্য নীতিগত সম্মতি জানিয়েছে। নদিয়ার কল্যাণীতে এইমস তৈরি করা হয়। যা পুরোদমে চালু হয়ে গিয়েছে। স্বাস্থ্য কর্তাদের দাবি, দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় প্রস্তাবিত ইএসআই হাসপাতাল চালু হলে অসংখ্য মানুষ উপকৃত হবেন। দুই মেদিনীপুরে ও উত্তর ২৪ পরগনায় নয়া তিন ইএসআই হাসপাতাল হলে দক্ষিণবঙ্গের রোগীরা সহজে পরিষেবা পাবেন।

Share On....

More Categories:

More Post of Similar category

English