হাফিজ সঈদের গাড়িতে গুলিবৃষ্টি, গুরুতর আহত লস্কর-ই-তইবার প্রধান

হাফিজ সঈদ পাকিস্তানি (Pakistan) সেনার কোর কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে এদিন ফিরছিল। সেই সময় তার ছায়াসঙ্গী আবু কাতালও তাঁর সঙ্গে ছিল। হঠাৎ তাদের গাড়িতে গুলির বৃষ্টি শুরু হয়। এই হামলায় কাতাল মারা যায়, তবে সঈদ গুরুতরভাবে আহত হয়। তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের ঝেলাম থেকে নিজের ডেরায় ফিরছিলেন তিনি সেই সময় তার উপর গুলির বৃষ্টি হয়। হাফিজের অবস্থা বেশ সংকটজনক।

উল্লেখ্য, হাফিজ সঈদ লস্কর-ই-তইবা (LeT) এবং জামাত-উদ-দাওয়া (JuD)-এর প্রতিষ্ঠাতা। সঈদ ভারতে অনেক বড় সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড। ২০০৮ সালের মুম্বই হামলার প্রধান অভিযুক্ত হাফিজ সঈদ। সেই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। হাফিজ সঈদ ১৯৫০ সালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরগোধা জেলায় জন্মেছেন। তিনি পাকিস্তানের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (UET), লাহোর থেকে পড়াশোনা করেছেন। তারপর পাকিস্তান থেকে সৌদি আরব চলে যান আর সেখানেই কট্টর ইসলামিক মতাদর্শে আসক্ত হন। ১৯৮০ সাল থেকেই তিনি আফগানিস্তানে জিহাদিদের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের প্রশিক্ষণ নেন।

প্রসঙ্গত ২০০১: সংসদ হামলায় যুক্ত, ২০০৬: মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ (২০৯ জনের মৃত্যু), ২০০৮: মুম্বই সন্ত্রাসবাদী হামলা (১৬৬ জনের মৃত্যু), ২০১৬: উরি হামলা (১৯ ভারতীয় সেনা শহিদ), ২০১৯: পুলওয়ামা হামলা (৪০ সিআরপিএফ জওয়ান শহিদ) সঈদ জড়িত ছিল বলে জানা গিয়েছে।

Share On....

More Categories:

More Post of Similar category

English