নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেশের ১৯৩ জন রাজনীতিকে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা ঠুকে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তবে দুর্ভাগ্যের বিষয়, এখনও পর্যন্ত মাত্র দু’জনের সাজা নিশ্চিত করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তবে এই ক্ষেত্রে বিরোধীরা মনে করে ইডির বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগের কোনও সারবত্তা নেই তাই আদালতে তারা নিজেদের করা অভিযোগ প্রমাণ করতে পারছে না।
অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সিপিএম সাংসদ এএ রহিমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, বাকি নেতাদের মামলা বিচারাধীন থাকলেও আদালত কাউকে রেহাই দেয়নি। বিরোধীদের অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, ইডি দল, জাত, ধর্ম বিচার করে মামলা করে না। ফলে সরকারের পক্ষে বলা সম্ভব নয় অভিযুক্ত ১৯৩জন রাজনীতিক কোন দলের সদস্য। প্রতিমন্ত্রীর হিসাব অনুযায়ী, নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় দফা অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিক ইডির তদন্তের মুখোমুখি হয়েছেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত ও মামলা চলছে। পরিংসংখ্যান অনুযায়ী ২০১৯০’২০ এবং ২০২১-’২২ অর্থ বছরে ২৬জন করে নেতার বিরুদ্ধে বেআইনিপথে অর্থ লেনদেনের অভিযোগে মামলা করেছে ইডি। ২০২২-’২৩ অর্থ বছরে ৩২ জনের বিরুদ্ধে মামলা করে ইডি।
এই সময়ের মধ্যে কংগ্রেসের দুই শীর্ষ নেতা সনিয়া ও রাহুল গান্ধীকে একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আয়কর সংক্রান্ত একটি মামলায় দু’জনেই জামিনে মুক্ত।