নাম না করেই সেবাশ্রয় নিয়ে গেরুয়াবাহিনীকে নিশানা অভিষেকের

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্প এখন গোটা দেশজুড়েই চর্চিত বিষয়। এই কর্মসূচি কিছুদিনের মধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুধু নয়, অস্ত্রোপচার থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ দেওয়া ও ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে অনেকেই সাফল্য পেয়েছেন। সবটাই বিনামূল্যে পেয়ে খুশি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নাগরিকরা। যেকোন শিশুর জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে বৃদ্ধ–বৃদ্ধার চিকিৎসা, দামি ইঞ্জেকশন বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-ক্ষমতায় এসে দিল্লিতে মাছ বিক্রি বন্ধের নির্দেশ বীরেন্দ্র সিং নেগির

এর মধ্যেই বিজেপি নেতাদের হাত গুটিয়ে বসে থাকার মানসিকতা এবং ভোটের সময় দেখা দেওয়ার বিষয়টি নাম না নিয়েই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসাথী কার্ড–সহ নানা পরিষেবা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আলাদা জায়গা রেখেছেন। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌সেবাশ্রয় শুরুর পর আমরা ৯ লক্ষ ৩ হাজার ৪০০ রোগীকে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি। এখন সেবাশ্রয়ের ৬৩তম দিনে মহেশতলায় স্বাস্থ্য শিবিরগুলিতে ৮ হাজার ৮৮৮ জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। মানুষ আমাদের পাশে থাকলে আমরা রোজ তাঁদের পাশে থাকব।’‌

আরও পড়ুন-প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, টিকিটের দাম নিয়ন্ত্রণে কর্ণাটক সরকার

এরপরেই তিনি লেখেন ‘‌কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরশুমি কাজ। কিছু নেতা কেবল ভোটের জন্য আসেন। নির্বাচন এলে তাঁরা সাধারণ মানুষের কথা ভাবার ভান করেন। কিন্তু আমরা আনন্দ, হতাশা, বিপদ, শান্তি সবক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছি। এই নীতির প্রতিফলনই সেবাশ্রয়।’‌

Share On....

More Categories:

More Post of Similar category

English