দীঘা (Digha) শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আজ এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, ডিএম পূর্ণেন্দু মাঝি মহাশয় সহ বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
তাঁদের মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে এই উদ্যোগ একটি নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন সকলে। বিশিষ্ট অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন, যা শুধুমাত্র বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ পরিবেশ গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ সমাজ গড়ে তুলতে সকলকে একসঙ্গে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
প্রসঙ্গত, স্বচ্ছ থেকে সুন্দর, ক্রমশ এগিয়ে চলেছে দিঘা। সেজে উঠছে সৈকত সুন্দরী। চলতি বছরেই খুলে যাবে জগন্নাথ মন্দিরের দরজাও। এবার দিঘা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অত্যাধুনিক পদক্ষেপ নিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।