বেঙ্গল সাফারি পার্ক (Bengal safari park) পরিদর্শনের রাজ্য বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করেন তিনি৷ সঙ্গে ছিলেন রাজ্য জু অথরিটি সদস্য সচিব সৌরভ চৌধুরী, বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি সহ অন্যান্যরা।
এদিনের সাংবাদিক বৈঠকে বনমন্ত্রী জানান, বেঙ্গল সাফারি পার্কের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে পার্কে একাধিক উন্নয়নের কাজ হয়েছে। রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে। সাফারি পার্কের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শিশুদের জন্য এডভেঞ্চার পার্ক, সজারুর জন্য নতুন এনক্লোজার, ছোট পাখির জন্য পক্ষীরালয়, অজগর, গোসাপের জন্য কনস্ট্রাক্টর হাইজ ও কম্বো সাফারির নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।”
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, আগামীতে চশমা মুখো লেঙ্গুরের জন্য, ম্যান্ড্রিল, জলহস্তী, শাংহাই হরিণের জন্য এনক্লোজার তৈরি করা হবে। খুব দ্রুত সেই কাজ করা হবে।