শুক্রবার রাস্তা উদ্বোধনে এসে একপ্রকার মেজাজ হারিয়ে মহিলাদের গালিগালাজ শুরু করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিক্ষোভের মুখে পড়ে তাঁদের সারমেয় বলতেও ছাড়লেন না। মেজাজ চড়িয়ে মহিলাদের নজিরবিহীন ভাষায় নিশানা করলেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। গলা টিপে দেওয়ার হুমকিও দিলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি। এটাই প্রথম নয়, এর আগেও তিনি এই ধরণের কাজ করেছেন। পশ্চিম মেদিনীপুরের সাংসদ থাকাকালীন তাঁর অনুমোদন দেওয়া একাধিক কাজ এখন শেষ হচ্ছে । শুক্রবার তাঁর সাংসদ কোটার টাকায় তৈরি একটি রাস্তা উদ্বোধন করতে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসেছিলেন।
সেই অনুষ্ঠানেই কিছু মহিলা তাঁকে প্রশ্ন করেন এতদিন পর তিনি এখানে কেন এসেছেন ? মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ । তিনি বলেন, “তোদের চোদ্দপুরুষ তুলব রে ! সব তৃণমূল ৷ চেঁচাবি না গলা টিপে দেব ৷ টাকা দিয়েছি রে এই রাস্তা উদ্বোধনে । ভিখারি পার্টি নয় ৷ বেশি কথা বললে গলা টিপে দেব । এই ঘটনার পর দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলেও তিনি বলেন, “বেশ করেছি বলেছি ৷ আবার এলে আবার বলব ৷” এদিকে তাঁর এই বক্তব্যের পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ৷