অল্প দূর না বহু দূর? মিনাক্ষী যাবেন কত দূর? সম্মেলনের আবহে রাজ্য সিপিএমে দুই মতের অক্ষ যুবনেত্রীকে ঘিরে

পশ্চিমবঙ্গ থেকে যাঁরা সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তাঁদের মধ্যে রেখা গোস্বামীর এ বার বয়সের কারণে বাদ পড়ার কথা। তাঁর জায়গায় কেন্দ্রীয় কমিটিতে কে জায়গা পাবেন, সেটাই সিপিএমে আলোচ্য হয়ে উঠেছে।

সিপিএমের এই ‘দুর্দিনেও’ জেলায় জেলায় কর্মী-সমর্থকদের মধ্যে তাঁকে নিয়েই সর্বোচ্চ আগ্রহ। তিনি যে সভায় বক্তা হচ্ছেন, সেখানে ভিড় হচ্ছে জমাট। অন্যদের ক্ষেত্রে তেমন ছবি যে নেই, তা মানেন রাজ্য সিপিএমের প্রথম সারির নেতারাও। দলের সম্মেলন পর্বে ফের সেই মিনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরেই আলোচনা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। সিপিএম সূত্রের খবর, কুলটির যুবনেত্রীকে ঘিরে রাজ্য সিপিএমে দু’টি অক্ষ তৈরি হয়েছে। একাংশের বক্তব্য, এ বারই মীনাক্ষীকে দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হোক। অন্য অংশের বক্তব্য, মীনাক্ষীর বয়স সবে ৪০। তাঁর জন্য আরও সময় পড়ে রয়েছে। বরং মহিলা সংগঠন থেকে কোনও নেত্রীকে জায়গা দেওয়া হোক কেন্দ্রীয় কমিটিতে।
মিনাক্ষী আপাতত সিপিএমের রাজ্য কমিটির সদস্য। বঙ্গ সিপিএমের রেওয়াজ হল, পার্টি কংগ্রেসের পরে রাজ্য সম্পাদকমণ্ডলী গঠন করা। ফলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটি তৈরি হয়ে গেলেও সম্পাদকমণ্ডলী গঠিত হবে পার্টি কংগ্রেসের পরে। অর্থাৎ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে নয়। অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে, এ বারে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা হতে পারে মিনাক্ষীর। কিন্তু এখন আলোচনা আবর্তিত হচ্ছে তাঁর কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া নিয়ে।
পশ্চিমবঙ্গ থেকে যাঁরা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তাঁদের মধ্যে মহিলা মুখ রেখা গোস্বামীর এ বার বয়সের কারণে বাদ পড়ার কথা। তাঁর জায়গায় কে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন, তা নিয়েই দু’টি মত তৈরি হয়েছে দলের মধ্যে। সিপিএম সূত্রের খবর, পলিটব্যুরোর এক প্রবীণ সদস্য, দু’জন কেন্দ্রীয় কমিটির সদস্য-সহ কয়েক জন মহিলানেত্রী মিলে দলে এই ‘ভাষ্য’ ভাসিয়ে দিচ্ছেন যে, কেরলের মহিলা সমিতির রাজ্য সম্পাদক বা সভানেত্রী পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান। তা হলে পশ্চিমবঙ্গ থেকে তেমন হবে না কেন? মহিলা সমিতির কেরল রাজ্য কমিটির বর্তমান সম্পাদক সিএস সুজাতা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই পশ্চিমবঙ্গ থেকে মহিলা সমিতির সম্পাদক অথবা সভানেত্রীকে দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হোক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মহিলা সমিতির রাজ্য সম্পাদকের পদে বর্তমানে রয়েছেন কনীনিকা ঘোষ বোস। সভানেত্রী পদে রয়েছেন জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান। জাহানারা এক দিকে মহিলা, অন্য দিকে সংখ্যালঘু। তা ছাড়া তাঁর সংসদীয় রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আবার কনীনিকা সংবাদমাধ্যমের সৌজন্যে বাম মহলে পরিচিত মুখ। জাহানারার ক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে। তিনি পশ্চিম বর্ধমান থেকেই উঠে আসা নেত্রী। মিনাক্ষীও সেই জেলারই।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali