সামনেই হোলি (Holi) বা বাঙালির দোল। তার আগে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মধ্যে বাড়ছে ভেষজ আবীরের চাহিদা। কেমিক্যাল মুক্ত আবির কিনতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন ক্রেতারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ১৪নং ওয়ার্ডে ইতিমধ্যেই জোর কদমে চলছে ভেষজ আবীর তৈরি। ৩০ থেকে ৪০ জন শ্রমিক রাত দিন এক করে এখন ভেষজ আবীর তৈরিতে হাত লাগিয়েছেন।
আরও পড়ুন-একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ
প্রায় দশ কুইন্টাল আবির এর মধ্যেই প্রস্তুত করে ফেলেছেন তারা। মূলত গাঁদা, জবা, অপরাজিতা সহ বিভিন্ন ফুল ও পাতা দিয়ে এই সমস্ত আবির তৈরি হয়। যা অনেকটাই স্বাস্থ্যসম্মত। তাই দোলের আগে রাত দিন এক করে চলছে ভেষজ আবীর তৈরি।