ম্যাসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত ৫১

উত্তর ম্যাসিডোনিয়ার (Macedonia) কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মৃত ৫১, আহত ১০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার ভোররাতে ‘পালস’ নামের একটি নাইট ক্লাবে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় নাইট ক্লাবটিতে বিখ্যাত হিপ-হপ জুটি ‘এডিএন’-এর লাইভ পারফরম্যান্স চলছিল। আনুমানিক দেড় হাজার দর্শক উপস্থিত ছিলেন সেখানে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দর্শকরা। সকলকে নিরাপদভাবে বের করে আনা হয়। কিন্তু রাস্তা হারিয়ে দম বন্ধ হয়ে মারা যায় অনেকেই। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাবটি দাউদাউ করে জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মঞ্চে ব্যবহার করা আতসবাজি থেকেই আগুন লাগে। স্টেজ থেকে ছিটকে আসা ফুলকি ছাদে লাগার পর দ্রুত সেটা চারদিকে ছড়িয়ে পড়ে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, যদিও সরকারিভাবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগলো ও কেন ছড়িয়ে পড়ে এতগুলো মৃত্যু হল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে ক্লাবের তরফে সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ক্লাবের আতসবাজি বা কোনও দাহ্য পদার্থ ব্যবহারের অনুমতি ছিল কিনা সেই বিষয়েও তদন্তে নেমেছে পুলিশ।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali