নীল সরস্বতী পুজো উপলক্ষে মানবিক উদ্যোগ

পটাশপুর বিধানসভার পটাশপুর-১ ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের নরিয়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির (Blood donation) সত্যিই প্রশংসনীয়। দেবী সরস্বতীর আশীর্বাদে এমন মানবকল্যাণমূলক কর্মযজ্ঞ সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও দৃঢ় করে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছেন বিশিষ্ট সমাজসেবী এবং পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মাননীয় পীযূষ কান্তি পন্ডা মহাশয়, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া নমিতা বেরা মহাশয়া, কর্মাধ্যক্ষ মাননীয় বিনয় পট্টনায়ক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুনীল জানা মহাশয় ও মাননীয় হরিপদ দাস মহাপাত্র মহাশয়, সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।

আরও পড়ুন-প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, টিকিটের দাম নিয়ন্ত্রণে কর্ণাটক সরকার

প্রসঙ্গত, গ্রীষ্মের শুরুতে রক্তের আকাল কিছুটা হলেও মেটাতে উদ্যোগী হল নরিয়া ইয়ং স্টার ক্লাব।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali