সাত সকালেই জোড়া মৃতদেহ উদ্ধার

সাত সকালেই গ্রামের প্রান্তে ইটের স্তুপের পাশে পড়ে রয়েছে দুই যুবকের মৃতদেহ (dead body)। এর কিছুটা দূরেই পড়ে রয়েছে একটি বাইক। হাঁটতে বেরিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছিলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষ। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাইক দুর্ঘটনায় ওই দুই যুবকের মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোন কারন রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার শালতোড়া থানার কাঁটাবাইদ গ্রামের বাসিন্দা দেবাশিস মন্ডল ও বাপ্পা মাজি জেলার বাইরে কাজ করত। সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তারা গ্রামে ফিরে আসে। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে চড়ে বেরিয়ে পড়ে। রাতে আর তারা বাড়িতে ফেরেনি। এদিকে সকালে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কাঁটাবাইদ গ্রামে খবর গেলে মৃত দুই যুবকের পরিবার অমরকানন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাদের শনাক্ত করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইকে চড়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক রাস্তার ধারে স্তুপ করে রাখা ইটের গাদায় ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ওই দুই যুবকের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারন লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali