বেলঘড়িয়ায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্টকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

বুধবার সকালেই তৃণমূল (Trinamool) কর্মীকে গুলি করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসের সামনে কাউন্সিলরের ঘনিষ্টকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। জানা গিয়েছে নিহত যুবকের নাম রেহান খান, বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তিনি তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় দুষ্কৃতীরা রেহানকে টার্গেট করে। সারারাত গুলিবিদ্ধ অবস্থায় সেখানেই পড়েছিল রেহান। সকালে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংশ্লিষ্ট থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যবসায়িক কারণে ঝামেলা নাকি এর পেছনে ব্যক্তিগত বা রাজনৈতিক কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে খবর, রেহান সেখানে বসে গল্প করছিল। একটা মদের বোতল পাওয়া গিয়েছে। প্রোমোটিং এর সঙ্গে যুক্ত তিনি। সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ওর পরিবারের সঙ্গে কথা হয়। তারপর ভোর সাড়ে ৫টা নাগাদ দেহ উদ্ধার হয়। ঘটনার সময় কে কে সঙ্গে ছিল, কারা এর পিছনে রয়েছে খোঁজ শুরু হয়েছে।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali