মাঝ রাস্তায় পুলিশকে থাপ্পড় বিজেপি সভাপতির

কর্নাটকের (Karnataka) চিত্রদুর্গে মাঝ রাস্তায় স্থানীয় বিজেপি নেতার মধ্যে হাতাহাতি বেঁধেছিল। মাধুগিরির বিজেপির জেলা সভাপতি হনুমন্ত গৌড়া শুক্রবার মধ্যরাতে দলীয় কর্মীদের নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বেশ উচ্চস্বরে কথা বলছিলেন যা বেশ উত্তপ্ত পরিবেশ তৈরী করে ফেলেছিল। কর্তব্যরত পুলিশ সাব ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পা তাদের দেখে ওই জায়গায় যান এবং তাদের এভাবে বাদানুবাদে জড়াতে বারণ করেন। এমনকি রাস্তা থেকে সরে যেতে বলেন তাদের। এরপরেই তর্কাতর্কি শুরু হয়।

বিজেপি নেতা রেগে গিয়ে পুলিশকর্মীকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন। এরপরেই পুলিশ কর্মী বিজেপি নেতাকে চড় লাগান। তিনিও সঙ্গে সঙ্গে ওই পুলিশকর্মীকে চড় মারেন। পুলিশকর্মী আবার একটা থাপ্পড় লাগান বিজেপি নেতাকে। এরপরই তাদের মধ্যে রীতিমত হাতাহাতি শুরু হয়ে যায়। মারপিটে পুলিশকর্মীর হাতে ও আঙুলে বেশ চোট লেগেছে। চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এরপরে পুলিশ বিজেপি জেলা সভাপতিকে আটক করে। নিজের দোষ স্বীকার না করেই ওই বিজেপি নেতা পাল্টা মামলা দায়ের করেন পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali