ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যশিবির

শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োর (Technician studio)  ভিতরে এক স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। শনিবার ও রবিবার সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে দু’দিন ধরে চলবে এই স্বাস্থ্যপরীক্ষা। ফেডারেশনের অন্তর্গত ২৯টি গিল্ডের সদস্যদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। বিনোদন জগতের সঙ্গে যুক্ত হাজারেরও বেশি মানুষ শিবিরে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করান। স্বরূপ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টি তত্ত্বাবধান করেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ আরও অনেকে। শহরের প্রথম সারির তিনটি বেসরকারি হাসপাতাল এই শিবিরের অংশ নিয়েছিল। শহরের নামী চিকিৎসকেরা এদিন স্বাস্থ্যপরীক্ষা করেন। বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হয় তাঁদের। এদিন নতুন পরিচালক গিল্ডের সদস্যদের এখানে দেখা যায়নি।

পরিচালক গিল্ডের কোষাধ্যক্ষ শুভম দাস জানিয়েছেন ফেডারেশন সংগঠন এবং গিল্ডের সদস্যদের জন্য বিশেষ কার্ড করে দিয়েছে। যার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থ চিকিৎসা খাতে ব্যয় করা যাবে।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali