বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল

শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। ২০২০ সালে তিনি সিপিএম ছেড়ে এসেছিলেন বিজেপিতে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই তাপসী তৃণমূলে যোগ দিলেন। পূর্ব মেদিনীপুরে অধিকারীদের সঙ্গে বিজেপির একাংশের মিল হচ্ছিল না বেশ কিছুদিন ধরেই। সেই সুযোগটা কাজে লাগাল তৃণমূল।

এদিন তাপসী মণ্ডল বলেন, ”মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করাটাই আমাদের কাজ। বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করার পরেও কোনও সুরাহা হয়নি। বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে, বিশেষ করে আমার হলদিয়া, শিল্প পরিকাঠামো, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের লক্ষ্য দাঁড়িয়ে তাদের জন্য় যাতে কাজ করতে পারি মাননীয় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে যুক্ত হলাম, তাঁর নির্দেশে কাজ করতে পারব। সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে, প্রগতিশীল রাজনীতির প্রেক্ষাপটের রাজনীতি সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলা তৈরি করব । উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি।”

তিনি আরো বলেন, ”আমি দেখলাম লোকসভার জায়গায় দাঁড়িয়ে ঐক্যটা ভেঙে দিয়ে বিভাজন তৈরি হচ্ছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আগেও যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছিলাম তখনও কোনও কাজের সুযোগ পেতাম না। বিজেপিতে গিয়েও কোনও কাজের মধ্য়ে যুক্ত হতে পারিনি। শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে।”

শুভেন্দু ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে এদিন তিনি বলেন, ”অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করেছিলেন শুভেন্দুবাবু। তমলুক লোকসভা কেন্দ্রে ওনাকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে থেকে গিয়ে এলাকার কর্মীদের সঙ্গে, বিধায়কের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া স্বাভাবিক পরিবেশ নয়। তাকে সামনে রেখে, তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। এটাই বাস্তব। আমি লালায়িত নই। জিতব কি জিতব না সেটা তো যখন ভোট হবে তখনই বোঝা যাবে।”

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali