একদিনে তিনটি সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

একই দিনে তিন জেলার তিনটি সমবায় নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, পশ্চিম মেদিনীপুরের ডেবরার হরিনারায়ণপুরে জয়ী হয়েছে জোড়াফুল শিবির। দক্ষিণ ২৪ পরগনা জেলার বহড়ু সমবায় সমিতিতেও জয়ী হয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই ২০২৬ এর আগে জেলায় জেলায় সমবায় নির্বাচনে জিতে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা। দোলের আগেই এদিন সবুজ আবির মেখে আনন্দে মেতে ওঠেন তারা।

আরও পড়ুন-ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যশিবির

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫১টি আসনে প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। ১ হাজার ২৭৬ জন ভোট দেন। তৃণমূল কংগ্রেস ৪৪টি আসন এবং বিজেপি ৭টি আসনে জয়ী হয়েছে। ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূলের দাবি, ভোটের ফলেই প্রমাণিত মানুষ তাদের সঙ্গে রয়েছেন। যদিও বিজেপি সেই দাবি মানতে নারাজ।

আরও পড়ুন-ক্ষমতায় এসে দিল্লিতে মাছ বিক্রি বন্ধের নির্দেশ বীরেন্দ্র সিং নেগির

ডেবরার হরিনারায়ণপুরে সমবায় সমিতিতে মোট ৪১টি আসন ছিল। তার মধ্যে ২১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় ঘাসফুল শিবির। ফলে ভোটের আগেই এই সমবায় তৃণমূলের দখলে চলে এসেছিল। রবিবার বাকি ২০টি আসনে নির্বাচন ছিল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু সমবায় ভোটে বিপুল জয় শাসক শিবিরের। ৪৯ আসনেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। ৪০ বছর পর এককভাবে এই সমবায় সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali