৯ মাস ধরে মহাকাশে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর আটকে ছিলেন। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে বুধবার ভোরে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে এনেছে স্পেস এক্স-এর রকেট (Space X)। তাঁদের প্রত্যাবর্তনের পরই বড় বার্তা দিল হোয়াইট হাউস। জানাল, ‘আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি।’
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুনীতাদের পরিস্থিতির জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছিল । স্পেস এক্স কর্তা ইলন মাস্কও নিশানা করেছিলেন বাইডেন সরকারকে। সুনীতারা ফিরে আসার পর একবার তাদেরই খোঁচা দিলেন ট্রাম্প-মাস্ক। টেসলা কর্তা দাবি করেছেন, রাজনৈতিক কারণের জন্যই সুনীতাদের ফিরিয়ে আনেনি বাইডেন প্রশাসন। কিন্তু ট্রাম্প সরকার মিশনটিকে গুরুত্ব দিয়েছে। এর ফলে সময় মতোই ফিরে এসেছেন মহাকাশচারীরা।
বুধবার ভারতীয় সময়ের ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ সুনীতাদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। এখনই যদিও বাড়ি কেউই যেতে পারবেন না। থাকতে হবে কোয়ারেন্টিনে। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা।মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে ফেরার আশঙ্কা থাকে। পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই কোয়োরেন্টিনে থাকতে হবে।