বন্ধ অবস্থায় বেহালার হাইস্কুলে তালা ভেঙে চুরি

আজ রবিবার সকালে কেয়ারটেকার স্কুলে এসে দেখেন কোল্যাপসেবল গেট কাটা। ভাঙা হয়েছে ৫টা তালা। শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ ছিল। কিন্তু এদিকে সবকিছুই মেঝেতে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। রবিবার বেহালার (Behala) বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। স্কুলের কেয়ারটেকার স্কুলে ঢুকে দেখেন প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর তছনছ করেছে কেউ। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা দেখা গিয়েছে, ১০ হাজার টাকার মতো চুরি হয়েছে। কাগজপত্র ঠিকঠাক আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিচিত কেউই ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করা হচ্ছে । তিনি জানান কোন ঘরে টাকা রয়েছে, তা দুষ্কৃতীদের পক্ষে জানা সম্ভব নয়। তবে শুধুমাত্র টাকা নাকি নেপথ্যে অন্য রহস্য আছে সেটা জানা খুব দরকার।

পর্ণশ্রী থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা চুরি করা মুখ্য উদ্দেশ্য ছিল না। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর মোট সাতটি আলমারি ছিল। প্রতিটির লকার খোলা। ব্যাঙ্ক থেকে তোলা ১০ হাজার টাকা উধা হয়ে গিয়েছে।

Share On....

More Categories:

More Post of Similar category

English