সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন জয়মাল্য বাগচী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) এবার সুপ্রিম কোর্টে। সোমবার কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই নামে অনুমোদন দিয়েছেন। সেই অনুযায়ী পদক্ষেপ করেছে কেন্দ্র।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন। তাঁর নেতৃত্বেই জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে যোগদানের সুপারিশ করা হয়। এত বছরের অভিজ্ঞতা, ন্যায়বোধ ও বিচক্ষণতার জন্যই তাঁকে সুপারিশ করা হয়েছিল। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সেই তালিকায় যুক্ত হলেন জয়মাল্য বাগচী।

প্রসঙ্গত, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি। বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই সেই পদে দায়িত্ব নেবেন।

এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”ভারতের মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক আজ ভারতের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী জয়মাল্য বাগচীকে অভিনন্দন। এই নিয়োগ আমাদের গর্বিত করে। আগামীর গৌরবময় সময়ের জন্য বিচারপতি বাগচীকে আন্তরিক শুভকামনা।”

 

Share On....

More Categories:

More Post of Similar category

English