অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিতে যাওয়া নিয়ে বাম ও বিজেপির মিথ্যাচার কুৎসা ফাঁস করে শেষ পেরেকটাও পুঁতে দিল তৃণমূল কংগ্রেস। সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে যে সম্পূর্ণ ভুল ও অবৈজ্ঞানিক তথ্য পরিবেশিত হয়েছে তাও সোমবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেলগ কলেজের তরফে ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তাই মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা যায়নি। এবার বাংলায় নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের নানা দিশা তুলে ধরতে পাঁচদিনের জন্য লন্ডন সফরে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকার তাঁর সফরের প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। কিন্তু এর মধ্যে বাম ও বিজেপি ভুয়ো তথ্য তুলে ধরা কুৎসা শুরু করলে তার কড়া জবাব দিয়েছে তৃণমূল। কুণাল ঘোষ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে যাওয়া এবং বাংলার উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরার বিষয়টি সমস্ত রাজ্যবাসীর কাছে গর্বের। বাম ও বিজেপি রাজ্যের এই গর্বের বিষয়টি মানতে পারছে না, ঈর্ষা-হিংসায় জ্বলে মরছে। লজ্জার কথা হল, জনৈক বিশ্বনাথ গোস্বামীর আরটিআই বলে যে তথ্য গণশক্তি তুলে ধরেছে তা পুরোপুরি হাস্যকর।’’
প্রাথমিকে ইংলিশ তুলে দেওয়ার পক্ষে রীতিমত সংগ্রাম করেছিল বামেরা। তার ফলেই অক্সফোর্ডের তরফে আরটিআইয়ের যে উত্তর এসেছিল তার মানে বুঝতে কিঞ্চিৎ সমস্যা হয়েছে তাদের; যা খুব স্বাভাবিক। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা চিঠি ভাইরাল হয়। সেখানেও অজস্র ভুল। অতএব এদের দ্বারা যে কোনভাবেই অক্সফোর্ডের ভাষা বোঝা সম্ভব না সেটা বলার অপেক্ষা রাখে না।