ক্রিকেটের নন্দনকাননে হতাশ ক্রিকেটপ্রেমীরা, দিনভর হলুদ সতর্কতা কলকাতায়

আজ, শনিবার সন্ধেয় ১৮তম আইপিএলের (IPL 2015) বোধন। মুখোমুখি অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স ও রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আজকের এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি বাধ সাধছে। ক্রিকেটের নন্দনকাননে আজ উদ্বোধনী ম্যাচ সঞ্চালনা করার কথা শাহরুখ খানের। মঞ্চে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। হার্টথ্রব দিশা পাটানির নাচ মুগ্ধ করবে সকলকে। থাকছেন করণ অউজলা। একটা জমকালো ওপেনিং সেরেমনির অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে। সঙ্গে দমকা হাওয়া বইছে। কলকাতায় রয়েছে হলুদ সতর্কতা। সন্ধেতে ম্যাচেও বৃষ্টির আশঙ্কা থাকছে। সব বাধা কাটিয়ে নাইট-রয়্যাল দ্বৈরথ জমে যায় কিনা সেটারই অপেক্ষায় গোটা দেশ। যদি একান্তই ম্যাচ না হয়, তা হলে এক পয়েন্ট করে পাবে দুই দল।

বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে ওভার কমিয়ে ম্যাচ করানোর চেষ্টা করা হবে। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭.৩০ থেকে। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।

Share On....

More Categories:

More Post of Similar category

English