সকালে নারকেলডাঙা (Narkeldanga) মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লাগে। শনিবার সকাল ৬টা নাগাদ প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষনের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের পাশাপশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বহুতলের গ্রাউন্ড ফ্লোরে গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরনের দাহ্য পদার্থ মজুত ছিল। তাই অল্প সময়ের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। নিমেষেই গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। সাত সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘ সময় ধরে জল দিয়ে গোটা এলাকা ঠান্ডা করার কাজ চলে। গোডাউনের ভিতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে বন্ধ থাকা অবস্থায় কিভাবে ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অগ্নিকাণ্ড কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে। কোনও গাফিলতি থাকলে গোডাউনের মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।