কলকাতার বুকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

আজ, সোমবার কলকাতায় (Kolkata) উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শিয়ালদহ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ, কলকাতা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু করে এসটিএফ। এক যুবককে দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। তার ব্যাগ খুলতেই জামাকাপড়ের নীচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, আগে থেকেই খবর ছিল যে শিয়ালদা চত্বরে আর্মস ডেলিভারি হবে। সেই মতো আজ, সকালে হাটেবাজারে এক্সপ্রেস ঢোকার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছন তদন্তকারীরা। এক ব্যক্তিকে অস্ত্র-সহ ধরে ফেলেন তাঁরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ওই ব্যাগের ভিতরেই সাজানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি।

ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা। আজ উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৮টি কার্তুজ। বিহারের মানসিং জেলা থেকে অস্ত্র নিয়ে আসা হচ্ছিল। বিহারের খাগারিয়া জেলায় অস্ত্রগুলি তৈরি হয়েছে। তারপর সেগুলি মালদায় আনা হয়। সেখান থেকে হাটেবাজারে এক্সপ্রেস ধরে শিয়ালদায় আনা হয় ৷ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন আপাতত তদন্তকারীরা। একার পক্ষে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে আনা যে প্রায় অসম্ভব সেটা সন্দেহের অপেক্ষা রাখে না ৷

Share On....

More Categories:

More Post of Similar category

English