বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুর (Midnapore) জেলার এগরা ১ ব্লকের বিজেপি পরিচালিত জুমকি অঞ্চলের বহলিয়া গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সরকারি প্রকল্প MGNREGA-র অধীনে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।

সূত্রের খবর, প্রায় ৮২৫টি গাছ কাটার জন্য টেন্ডার হলেও,সেই গাছকে দেখিয়ে প্রায় ৪০০০ গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা গ্রামবাসীদের নজরে আসতেই তাঁরা প্রতিবাদে সরব হন। গ্রামবাসীদের অভিযোগ,সরকারি অনুমতি ছাড়াই ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কারের নামে গাছ কাটা হচ্ছে। প্রথমে তাঁরা বুঝতে পারেননি যে, এটি বেআইনি কর্মকাণ্ড। পরে বিষয়টি পরিষ্কার হলে তাঁরা প্রতিবাদে সামিল হন। এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সঠিক বিচার না হয়, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন!

Share On....

More Categories:

More Post of Similar category

English