‘জীবনের পথচলা থেকেই আজকের জন্য তৈরি আমি’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের অক্সফোর্ডের বক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা বিশ্ব তাকিয়ে আছে তাঁর দিকে। লন্ডনে বিশ্বমঞ্চে বক্তব্য রাখতে চলেছেন তিনি। তিনি আমন্ত্রিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে। শিল্পী এবং লেখক মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে গিয়েছেন নিজের আঁকা ছবি এবং নিজের লেখা বই যা উপহার দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। গাড়িতে চড়ে যান নি। বাসে করে লন্ডন থেকে অক্সফোর্ড গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রওনা হওয়ার আগে সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি। জীবনের পথচলা থেকেই তৈরি আমি।’‌ বক্তব্য রাখতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমি বক্তৃতা করতে পারি না। আমি রান্না, ছবি, গান ভালবাসি। মানুষের সমস্যা নিয়ে কথা বলতে পারি। মানুষকে ভালবাসি। সবার কাছ থেকে যা শিখেছি তাই তুলে ধরব।’‌

উল্লেখ্য আগেই লন্ডনের মাটিতে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বলেছেন, ‘‌বাপু, সংবিধানটা রক্ষা কোরো।’‌ আর আজ যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তখন সাংবাদিকদের কাছে তাঁর কথা, ‘‌আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি। জীবনের পথচলা থেকেই তৈরি আমি। আর কানে কানে আমায় কিছু বললেও সে তথ্য মুখস্থ হয়ে যায়। মুখ্যসচিবকে জিজ্ঞাসা করুন। আমি পড়াশোনায় ফাঁকিবাজ। কিন্তু সব খবর রাখি। সবসময় প্রস্তুত।’‌

Share On....

More Categories:

More Post of Similar category

English