দুপুরেই হিথরো পৌঁছলেন মুখ্যমন্ত্রী

রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন (London) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে হিথরো বিমান বন্দরে যখন তিনি নামেন, তখন লন্ডন বৃষ্টিমুখর। প্রবল ঠাণ্ডাতেই প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী।

শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো বিমান বন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর। অবশেষে ১২ ঘণ্টার দেরিতে লন্ডন পৌঁছান তিনি। বর্তমানে হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক।

তবে বিমান বন্দরের বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ ছিল মেঘলা। বৃষ্টিও চলছিল বাইরে। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

Share On....

More Categories:

More Post of Similar category

English