আজ, ব্রিটেনের (Britain) উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য মমতার ব্রিটেনযাত্রার সময় প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। এদিন বিমানবন্দর থেকেই রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, এই বিপর্যয়ের জেরে গোটা সফরসূচিতেই প্রভাব পড়েছে। সারা রাত-দিন বিমানযাত্রা করতে হবে।
কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্ব ক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’’ সোমবার থেকেই মমতার কর্মসূচি রয়েছে। সেদিন ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মঙ্গলবার বাণিজ্য সম্মেলন আছে। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক হওয়ার কথা আছে। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর অবর্তমানে একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছেন তিনি। রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে। পাঁচ জন মন্ত্রীকে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন তিনি। তাঁরা হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম।