মহাকাশ স্টেশনে মাস্কের যান পৌঁছে গেল, ফেরার পালা সুনীতাদের

প্রতীক্ষার অবসান। এবার পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট পৌঁছে গিয়েছে। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের সঙ্গে দেখা হয়েছে চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের। তাঁদের সমস্ত কাজ বুঝিয়ে ওই মহাকাশযানে চেপে বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতারা।

জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করে। গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে বলেই। তবে মহাকাশযানটির দরজা খুলতে সময় লাগে এক ঘণ্টা। সেখানকার পরিবেশ, সুরক্ষা, ভিতর ও বাইরের চাপ পরীক্ষা করতে হয়। ১০টা ৩৫ নাগাদ মহাকাশযানটির দরজা খোলে। বেরিয়ে আসেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতা আর বুচ সকলের সঙ্গে দেখা করেন। সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নাসার তরফে খবর, সব ঠিক থাকলে ১১টা ১০ মিনিটে মহাকাশযানে উঠবেন সুনীতারা। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার আরেক নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। কয়েকদিন আগে ড্রাগন যানে চড়ে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। সব যদি ঠিক থাকে তাহলে বুধবার ভারতীয় সময় অনুসারে দুপুর দেড়টা নাগাদ সুনীতারা স্পেসএক্সের ক্রিউ-১০-এ চড়ে রওনা দেবে পৃথিবীর উদ্দেশ্যে।

Share On....

More Categories:

More Post of Similar category

English