বুধবার সকালে আরবিআইয়ের (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্র রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন। রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমায় আরবিআই। আরবিআই রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে।

রেপো রেট হল যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে। এটি কমে গেলে এর সঙ্গে যুক্ত সবরকম বহিরাগত ঋণে সুদের হার কমে যায়। অতএব ব্যাঙ্ক ঋণ নেওয়া সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তাদের মাসিক কিস্তির অঙ্ক কমে যাবে। রেপো রেট কমানো নিয়ে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র জানান, ‘‘আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।’’ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে এবং প্রথম ত্রৈমাসিকে তা ৬.৫ শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে । দ্বিতীয় ত্রৈমাসিকে কিছুটা বেড়ে ৬.৭ শতাংশ হতে পারে । তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা। তবে চতুর্থ ত্রৈমাসিকে সেটা কিছুটা কমতে পারে। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৩ শতাংশ থাকতে পারে।

Share On....

More Categories:

More Post of Similar category

Bengali