নজরে ২০২৬। বিধানসভা (Bidhansabha) নির্বাচনের আগে মহিষাদলে আরো চাঙ্গা হয়ে উঠল শাসক দল তৃণমূল। রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য যা বিজেপিতে বড়সড় ভাঙ্গন বলে মনে করছেন শাসক নেতারা। মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মান্না। তিনি আগেও তৃণমূল করতেন। পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়।
রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন এদিন তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য, এর গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও তৃণমূলে যোগদান করেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল বলে মত তৃণমূল নেতাদের। এদিনের যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। বিধায়ক তিলক চক্রবর্তী জানান, “বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে তাতে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছেন না। আগামী দিনে মহিষাদল ব্লকে আর বিজেপি থাকবেনা। তাই বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূলে যোগদান করছেন।”
যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, “তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই যোগদান।”