পরিবর্তন করা হয়েছে সময়সূচির, বাতিল করা হয়েছে কিছু ট্রেন

রক্ষণা-বেক্ষণের কাজের জন্য রেল চলাচল (Train) বন্ধ থাকবে শিয়ালদা-ডানকুনি শাখার দমদম লাগোয়া অংশে। শনিবার রাত ১১.৪০টা থেকে কাজ শুরু হবে। রবিবার সকাল ৬.৪০টা পর্যন্ত এই কাজ চলবে। এই কাজের জন্য ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে জোড়া শিয়ালদা-ডানকুনি আপ ডাউন লোকাল। এর পাশাপাশি ঘুরতি পথেও চালানো হবে কিছু ট্রেন। শুধুমাত্র লোকাল ট্রেন নয়, রক্ষণা-বেক্ষণের কাজের জন্য সময়সূচি পরির্বতনও করা হয়েছে দূরপাল্লার ট্রেনের।

জানা গিয়েছে, শনিবার রাত ১১ টা ৪০ মিনিট থেকে কাজ শুরু হয়ে পরদিন সকাল ৬ টা ৪০ পর্যন্ত চলবে এই কাজ। এই সময়ের মধ্যে শনিবার রাতে একটি করে আপ ও ডাউন শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে। রবিবার আটটি আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। পাশাপাশি ওইদিন বাতিল থাকবে শিয়ালদা-বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা-হাবরা আপ ও ডাউন লোকাল। বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে চলাচল করবে। ডানকুনির বদলে ট্রেনটি থামবে দমদম ও বেলঘরিয়ায়। উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল শনিবার ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে যাতায়াত করবে। এই ট্রেনটিও ডানকুনির বদলে ট্রেনটি দমদমে থামবে।

উত্তরবঙ্গ এক্সপ্রেস ও দার্জিলিং মেল এই দুটি ট্রেন অন্য রুটে চললেও শনিবার নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেসও নির্দিষ্ট রুটেই শিয়ালদহ পৌঁছাবে। কিন্তু রবিবার পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি শনিবার রাত ৭.২৫ টায় পুরী থেকে ছাড়ার পরিবর্তে ট্রেনটি রাত ১০.২৫ টায় রওনা দেবে।

Share On....

More Categories:

More Post of Similar category

English