বিহারে গয়নার শোরুমে ২৫ কোটির ডাকাতি

সোমবার ভোরে বিহারের (Bihar) আরায় সশস্ত্র ডাকাতরা তনিষ্ক (Tanishq) গয়নার শোরুমে ঢুকে ২৫ কোটি টাকার গয়না লুঠ করে। ডাকাতির ঘটনাটি ঘটে আরাহ থানা এলাকায় অবস্থিত গোপালি চক শাখায়। শোরুমের ভিতরের সিসিটিভিতে এই চিত্র ধরা পড়েছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন জয়মাল্য বাগচী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শোরুমের ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় এই মর্মে জানান, নগদ টাকা ছাড়াও সোনার চেন, গলার হার, চুড়ি ও কিছু হিরে ডাকাতি হয়েছে। তবে এখানেই উঠছে প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন। জানা গিয়েছে, প্রথমে শোরুমের ডাকে সাড়া দেয়নি পুলিশ। ২৫ কোটি টাকার গয়না লুঠ হয়েছে, নগদ টাকা ছাড়াও চেন, গলার হার, চুড়ি এবং কিছু হিরে লুঠ করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলেও কোনও সাড়া পাইনি।

লুঠের মোট মূল্য ২৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে, গয়না ছাড়াও নগদ টাকা চুরি হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এদিনের এই অতর্কিত হামলায় শোরুমের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ডাকাতরা রিভলবার দিয়ে মাথায় আঘাত করা করে। ডাকাতির ঘটনায় অন্তত আটজন ডাকাত জড়িত ছিল বলেও জানিয়েছেন তিনি।

সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, ৮-৯ জন লোক ঢুকে শোরুমের ভিতরে রক্ষী ও কর্মচারীদের হুমকি দিচ্ছে। ডাকাতরা তখন কাউন্টারে উপহার দেওয়া নগদ টাকা এবং বেশ কয়েকটি গহনা নিয়ে যায়। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

 

 

 

Share On....

More Categories:

More Post of Similar category

English