কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা কোর কমিটির প্রথম সভা

কাঁথি (Kanthi) সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে ভোটার তালিকা সংক্রান্ত কাঁথি সাংগঠনিক জেলা কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গণতন্ত্রের স্বচ্ছতা রক্ষায় এই বিষয়টি অত্যন্ত জরুরি, এবং সকলে মিলিতভাবে কার্যকর পদক্ষেপের দিকনির্দেশনা ঠিক করেছেন।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার পক্ষে কিছু নীতি স্থির করেছেন। গণতন্ত্রের সুরক্ষায় সচেতনতা ও লড়াই অব্যাহত রাখতেই এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানিত পিযূষ কান্তি পান্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, হলদিয়া ডেভলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জেলার মহিলা নেত্রী রিজিয়া বিবি, জেলার যুব সভাপতি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, জেলার INTTUC এর সভাপতি বিকাশ বেজ, সিএডিসির চেয়ারম্যান অমীয় কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। এছাড়া জেলা পরিষদের শিক্ষা অপর্ণা ভট্টাচার্য সহ জেলার সকল নেতৃত্ব বৃন্দ, সকল ব্লকের সভাপতি, সকল পঞ্চায়েত সমিতির সভাপতি , পৌরসভার চেয়ারম্যান ও টাউন সভাপতিগণ এই মিটিংয়ে উপস্থিত ছিলেন।

Share On....

More Categories:

More Post of Similar category

English