ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের বীভৎস মৃত্যু

সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায় (Howrah)। বাগনানের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। এই ঘটনায় আহত হয়েছেন আরোও ৫ জন। সোমবার ভোর সাড়ে ৬ টা নাগাদ গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্ন্যাসী স্বামী আমরানন্দ মহারাজ। তিনি উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে কী কারণে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মহারাজ ও সেবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সন্ন্যাসী ও সন্তদের মধ্যে। শোকাহত মহারাজের ভক্তরাও।

গাড়িটি কলকাতার গড়িয়ায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশে রওনা হয়েছিল। সেই গাড়িটিতে ছিলেন সন্ন্যাসীদের একটি দল। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সহযোগী। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। তখন উলটো দিক থেকে আসছিল একটি বালিবোঝাই ট্রাক। সেই ট্রাকের সাথে সংঘর্ষের ফলেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মারা যান শুভঙ্করানন্দ মহারাজ সহ সেবক বাসুদেব। দুর্টনায় গুরুতর আহত হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ ও গাড়ির চালক। জানা গিয়েছে, মহারাজের মাথায় আঘাত লেগেছে।

Share On....

More Categories:

More Post of Similar category

English