এগরার গেরুয়া গড়ে সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

এগরার (Egra) বিজেপির গড়ে সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাছে হারল বিজেপি। এগরা ২ ব্লকের বাসুদেবপুর অঞ্চলের শ্যামহরিবাড় চিরুলিয়া সত্য সেবক সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে বুধবার নির্বাচন হয় ৯ টি আসনে।
তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত ১৯ জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যাপক পুলিশি প্রহরায় বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট পর্ব চলে। ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৭২২ টি। গণনা পর্বে বাতিল হয় ১৬ টি ভোট। ফল ঘোষণা হতে দেখা যায় ৯ – ০ ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল।

তবে এবারেও ফাঁকা বাম ও বিজেপির ঝুলি। যদিও আগেও সমবায়টি তৃণমূলের দখলে ছিল। তবে গত পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে পূর্বতন সমবায় বোর্ডের সম্পাদক সুনীল মহাপাত্র দল বদলে বিজেপিতে নাম লেখায়। এই নির্বাচনে তাঁকেই সামনে রেখে লড়াইয়ে নেমেছিল বিজেপি। বিশিষ্টদের মতে এর ফলেই হয়তো এই পরিণতি হয়েছে গেরুয়া শিবিরের।

Share On....

More Categories:

More Post of Similar category

English