ভারতের বিদেশমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা লন্ডনে, জাতীয় পতাকার অবমাননা

লন্ডনে (London) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কনভয়ে হামলা দুষ্কৃতীদের। নেই নিরাপত্তা, পুলিশের সামনেই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির দিকে দৌড়ে এগিয়ে এসে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ল দুষ্কৃতীরা। লন্ডনের চ্যাথাম হাউসে বৈঠক শেষ করে বেরোনোর পরই এস জয়শঙ্করের গাড়ি টার্গেট করে হামলার চেষ্টা চালায় খালিস্তানি জঙ্গিরা। হাউসের বাইরেও খালিস্তানি স্লোগান দেওয়া হয়। জয়শঙ্করের কনভয়ে নিরাপত্তা লঙ্ঘন ও হামলার চেষ্টার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বিদেশমন্ত্রীর কনভয়ের দিকে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। ভারত বিরোধী স্লোগান তুলে মন্ত্রীর সামনেই ভারতের পতাকাও ছিঁড়তে দেখা গেল উগ্রপন্থীদের। যদিও পরে পুলিশ হস্তক্ষেপ করে। ওই ব্যক্তি-সহ বাকিদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন-দোলে বাড়ছে ভেষজ আবিরের চাহিদা

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাথাম হাউসে জয়শঙ্করের বৈঠক চলাকালীন হাউসের বাইরে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে খালিস্তানি জঙ্গিরা। পতাকা উড়িয়ে খালিস্তানপন্থী স্লোগানও শোনা যায় তাদের মুখে। ব্রিটিশ যুক্তরাজ্যে ৪ থেকে ৯ মার্চ পাঁচদিনের সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই বিদেশমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়।

Share On....

More Categories:

More Post of Similar category

English